Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান

১। প্রতিষ্ঠানের নামঃ বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ।  

২।   বর্ণনাঃ কলেজটি প্রত্যন্ত গ্রামাঞ্চলের শিক্ষর্থীদের মাঝে তথ্য প্রযুক্তি জ্ঞান বিস্তার সহ ঝড়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মূল স্রতে সমপৃক্তকরণ এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ও ব্যবসায় ব্যবস্থাপনা ক্যারিকুলাম ও উচ্চ শিক্ষার পথ সুপ্রস্তকরণ।

 

৩।   অর্জনঃ কলেজটি বর্তমান গতানুগতিক শিক্ষার বাহিরে একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবিলার যোগ্য তথ্য ও প্রযুক্তিজ্ঞান নির্ভর এবং বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গঠনের যুগোপোযগি শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এই ধারাবাহিকতায় শিক্ষাক্রমে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন যেমনঃ- বায়োমেট্রিক পদ্ধতিতে উপস্থিতি নিশ্চিত করণ, সি.সি টিভি ক্যামেরায় সর্বোক্ষণিক পর্যাবেক্ষণ, ডিজিটাল সাউন্ড সিস্টেম, ডিজিটাল কনটেইন্ট এর মাধ্যমে মাল্টিমিডিয়া ক্লাস, ফেইজবুক পেইজ, ইউটিউব চ্যানেল, ডাইনামিক ওয়েবসাইট, ইডুম্যান সফট্ওয়ারের ব্যবহার সহ অধুনিক পদ্ধতিতে শিক্ষাদান করে আসছে। এই সকল কার্যক্রমের অর্জন স্বরুপ মান সম্পর্ন শিক্ষা ও ভালো ফলাফল অর্জন করছে। এ অভুতপূর্ব উদ্ভাবনী ক্ষমতার ফলে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ২ও প্রজেক্টের অধীন মাধ্যমে নওগাঁ জেলা প্রশাসন কর্তৃক কলেজটি ২০১৬ খ্রিঃ “নওগাঁ জেলা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান” এ খ্যাতি লাভ করে এবং পুরস্কারে ভ‚ষিত হয়। এছাড়া মাননীয় সংসদ সদস্য-৫১, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) জনাব মোঃ ইসরাফিল আলম এম.পি কর্তৃক কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন সনদ ও পুরস্কার প্রাপ্ত হয়। কলেজটি নওগাঁ জেলার প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল কলেজ।

 

৪।   ভবিষ্যৎ পরিকল্পনাঃ আধুনিক মানের গুণগত শিক্ষা বিস্তার করে তথ্য প্রযুক্তি নির্ভর কর্মমূখী, আদর্শ, দেশপ্রেমিক, দক্ষ সুনাগরিক গড়ে তোলার জন্য যাবতীয় কার্যক্রম গ্রহণ করা।

 

৫।   মেধাবী ছাত্রবৃন্দঃ পাবলিক পরীক্ষার প্রতি বছর ভাল ফলাফল এবং জি.পি.এ.-৫ প্রাপ্তি সহ সন্তোষ জনক ফলাফল অর্জন। উল্লেখ্য, ২০১৯ সালের এইচএসসি(বিএম) ফাইনাল পরীক্ষায় ২ জন ছাত্রী জিপিএ ৫ অর্জন করেছে। 

 

৬।   শিক্ষাবৃত্ত তথ্য সমূহ : নাই।

 

৭।   ইতিহাসঃ এলাকার পশ্চাৎপদ যুব জনগোষ্ঠিকে তথ্য প্রযুক্তি শিক্ষার মাধ্যমে এগিয়ে নেওয়ার লক্ষে এলাকার কৃতি সন্তান জনাব মোঃ আব্দুর রহমান (রিজভী) ২০০০খ্রি.-এ প্রথমে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেন। এলাকায় এই কার্যক্রমের ব্যাপক সাড়া পাওয়ায় সুবিধা বঞ্চিত, ঝড়ে পড়া ছাত্র/ছাত্রীদের কারিগরি ও বৃত্তি মূলক শিক্ষার বিস্তার ঘটানোর উদ্দেশ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচ.এস.সি(ব্যবসায় ব্যবস্থাপনা) শিক্ষাক্রম চালু করণের লক্ষে ২০০২ খ্রিষ্টাব্দে অত্র বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ স্থাপন করেন।

৮। পাশের হারঃ ৭১ % (প্রায়)

 

৯। ছাত্র/ছাত্রীর সংখ্যা শ্রেণিভিত্তিকঃ

ক্রমিক নং  শ্রেণি ছাত্র  ছাত্রী  মোট

১    একাদশ    ১১১  ৪৭   ১৫৮

২    দ্বাদশ ৪০   ৮    ৪৮

 

১০। বর্তমান পরিচালনা কমিটির তথ্য ঃ ৩(তিন) জন মহিলা ও ৯(নয়) জন পুরুষ সদ্যস্যের সমন্বয়ে গঠিত নিয়মিত ব্যবস্থাপনা কমিটি রয়েছে। আত্রাই উপজেলা নির্বাহী অফিসার পদাধিকার বলে সভাপতিসহ মোট ১২ সদস্যের ব্যবস্থাপনা কমিটি সুষ্ঠু ও সুন্দরভাবে কলেজটির যাবতীয় কর্যক্রম পরিচালনা করে আসছে।

 

১১। বিগত ৫ বছরের পাবলিক পরীক্ষার ফলাফলঃ

ক্রমিক নং  পাসের সাল মোট শিক্ষার্থী পাসকৃত শিক্ষার্থী   শতকরা হ্রা

০১   ২০১৫ ৭২   ৪৫   ৬৩%

০২   ২০১৬ ৩৮  ২৮   ৭৪%

০৩   ২০১৭ ২৪   ১৪   ৫৮.৩৩%

০৪   ২০১৮ ৪৮   ৩৫  ৭২.৯১%

০৫   ২০১৯ ৩১   ২২   ৭১ %

 

১২। প্রতিষ্ঠাকাল ঃ ২০০২ ইং।

 

১৩। মোট ছাত্র/ছাত্রীর সংখ্যাঃ ২০৬ জন।

১৪। যোগাযোগঃ বান্দাইখাড়া হইতে রাজশাহী পাকা রাস্তার পূর্ব পাশে অবস্থিত। ডাক- বান্দাইখাড়া, উপজেলা- আত্রাই, জেলা-নওগাঁ।

Email-btabmc@gmail.com, Web-www.btcbm.edu.bd,Cell Phone 01712617087|

 

১৫। সংক্ষিপ্ত বর্ণনাঃ ২০০২ খ্রি. সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। একাডেমিক স্বীকৃতির পর  ২০০৪ খ্রি. সালে কলেজটি এমপিও ভ‚ক্তি হয়। কিন্তু কতিপয় স্বার্থান্মেষী মানুষের ষড়যন্ত্র ও বিরোধিতার কারণে কলেজের শিক্ষা কার্যক্রম ও উন্নয়ন কিছুটা ব্যহত হলেও সকল বাধা বিপত্তি উপেক্ষা করে কলেজটি আজ পরিপূর্ণ ডিজিটাল কলেজ হিসাবে স্বীকৃতি লাভ করে। মাননীয় সংসদ সদস্য-৫১, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) জনাব মোঃ ইসরাফিল আলম এম.পি মহোদয়ের সার্বিক সহযোগীতায় একটি ৪তলা ভিত বিশিষ্ট ১ তলা একাডেমিক ভবন, আংশিক সীমানা প্রাচীর নির্মিত হয়েছে। ৩তলা বিশিষ্ট একটি ফ্লাড শেল্টার, মাঠ ভরাট এর কাজ প্রক্রিয়াধীন রয়েছে। 

১৬। শিক্ষা প্রতিষ্ঠানের ছবিঃ

১৭। শিক্ষক কর্মচারীদের তালিকাঃ

ক্রমিক নং  ইনডেক্স নং শিক্ষক কর্মচারীর নাম    পদবী শিক্ষাগত যোগ্যতা  প্রতিষ্ঠানে যোগদানের তারিখ জন্ম তারিখ

১    ৫৫৮৯০০   মোঃ জাকিরুল ইসলাম   প্রভাষক    এমএসএস

ডিপ্লোমা(সেক্রেটা রিয়েল সায়েন্স)    ১৯/১২/০৪  ০৮/০৭/৭৯

২    ৩০৭৫৬৩১  এস.এম মাসুদ পারভেজ প্রভাষক    বিকম অনার্স এমকম    ২৬/১২/০৫     ৩১/১২/৭৯

৩    ১৩২৪০১৩১  মোঃ আবু রেজা   প্রভাষক    বিএ অনার্স এমএ  ১৫/০৯/১০  ২৬/০২/৭৯

৪    ১৪২৫০০১৯  মোঃ সোহেল রানা প্রভাষক    বিকম অনার্স এমকম    ২২/১০/১৩     ১৬/০৯/৮২

৫    ১৫২৫০০৬৮ মোঃ মামুনুর রশিদ প্রভাষক    বিএ অনার্স এমএ  ২২/১০/১৩  ১৫/১১/৮৫

৬    ১৫২৫০২৩৪ মোঃ ইদ্রিস আলী  প্রভাষক    বিবিএস অনার্স এমবিএস ৩১/০১/১৫     ২০/১০/৮৬

৭    ১৫২৫০২৩৫ মোঃ রিপন সরদার প্রভাষক    বিএসসি অনার্স এমএসসি ৩১/০১/১৫     ২৬/১০/৮৪

৮    ৩০০৬৪৬০  মোঃ হারুন অর রশিদ   ক¤িপঃ ডেমোঃ কাম মেকানিক্স এমএ

কম্পিউটার ডিপ্লোমা     ১২/৪/০৪   ২০/০৭/৭৯

৯    ৩০৭২১২৫  মোঃ খালেক হাসান কম্পি. ডেমোঃ কাম মেকাঃ    বিএসএস

কম্পিউটার ডিপ্লোমা     ১৬/১২/০৪  ২৪/১২/৮০

১০   ৩০৭৫৪৭৪  মোঃ আফাজ উদ্দীন     প্রদর্শক সাচিবিক

বিদ্যা  এইচএসসি

ডিপ্লোমা (সেক্রেটা রিয়েল সায়েন্স)   ১৯/১২/০৪  ১২/০১/৮১

১১   ৩০৭৫৪৩১  মোঃ জহুরুল ইসলাম    সহকারী গ্রন্থাগারিক এইচএসসি

ডিপ্লোমা. ইন লাইব্রেরীয়ান     ১২/৪/০৪   ০১/১০/৭৯

১২   ৩০০৬৪৬১  মোঃ আবু বকর সিদ্দিক  অফিস সহকারী কাম হিসাবসহকারী   এইচএসসি

            ১২/৪/০৪   ০৮/১১/৭৯

১৩   ৩০০৬৪৬২  মোঃ রফিকুজ্জামান টাইপিং ল্যাব এ্যাসিষ্ট্যান্ট  এইচএসসি

ডিপ্লোমা ইন টাইপিং     ১২/৪/০৪   ২৩/০২/৮৫

১৪   ৩০৭৫৪৭৫  মোঃ জিয়াউর রহমান    গার্ড কাম এমএলএসএস  এসএসসি   ১৯/১২/০৪     ২৩/০৬/৭৭

১৮। অধ্যক্ষঃ মোঃ আব্দুর রহমান।

ক্রমিক নং  ইনডেক্স নং শিক্ষক কর্মচারীর নাম    পদবী শিক্ষাগত যোগ্যতা  প্রতিষ্ঠানে যোগদানের তারিখ জন্ম তারিখ

১    ৮৬৬১৬৩   মোঃ আব্দুর রহমান অধ্যক্ষ বি.এ (সম্মান) এম.এ

(কম্পিঃ ডিপ্লোমা)  ১২/৪/০৪   ২৫/১০/৭৫

 

১৯। ধরণঃ এইচ.এস.সি (ব্যবসায় ব্যবস্থাপনা), সহশিক্ষা।

অধ্যক্ষ

মোঃ আব্দুর রহমান

বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড

বিজনেস ম্যানেজমেন্ট কলেজ।

মোবাইল নং- ০১৭১২৬১৭০৮৭