Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে হাটকালুপাড়া

এক নজরে হাটকালুপাড়া ইউনিয়ন

আত্রাই উপজেলার পশ্চিমে আত্রাই নদীর দক্ষিণ তীরে হাটকালুপাড়া ইউনিয়ন অবস্থিত। এর প্রশাসনিক ভবন ঐতিহ্যবাহী বান্দাইখাড়া গ্রামে। ১৮৭৫ সালে বর্তমান নওগাঁ জেলা ছিল বান্দাইখাড়া থানাধীন একটি নদী বন্দর।বান্দাইখাড়া থানা এবং মান্দা থানা তখন রাজশাহী মহকুমার অন্তর্গত ছিল। ১৮৭৬ সালে বান্দাইখাড়া থেকে থানা নওগাঁয় স্থানান্তরিত করা হয়(দৈনিক জনকন্ঠ ১৩/১/২০০২ খৃঃ)। এখানে কালের স্বাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে বল্লাল সেনের (১১৬০-১১৭৮) শাসন আমলে নির্মিত সিদ্ধেশ্বরী মন্দির। ১৯৭১ এর স্মৃতি বহন করে চলেছে বান্দাইখাড়া বধ্যভূমি।তাই আজ হাটকালুপাড়া ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব ঐতিহ্য বজায় রেখেছে।

ক) নাম- ৮নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ ।

খ) আয়তন- ১৫ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা-২৮১৯৩ (প্রায়) (২০১১ সালের হিসাব অনুযায়ী) জন,পুরুষ-১৪৬৯৩ জন,মহিলা-১৩৫০০জন।

i) মোট ভোটারঃ= ১৭৩৪০ জন    পুরুষঃ ৮৫৪৯ জন     মহিলাঃ ৮৮৩১ জন।

ঘ)  গ্রামের সংখ্যা- ১৪টি ।

ঙ) মৌজার সংখ্যা-১৩টি ।

চ) হাট/বাজার সংখ্য-৫ টি ।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগের মাধ্যম- মাইক্রো বাস, সিএনজি,  রিক্সা, ভ্যান , মোটর সাইকেল ও ইঞ্জিন চালিত নৌকা।

উপজেলার সাথে দূরত্ব ২২  কি:মি: জেলার সাথে ৩০  কি:মি:।

জ) শিক্ষার হার-৬৭.৭৭% ।

   কলেজ- ৩টি ।

   সরকারি প্রাথমিক বিদ্যালয়-০৮টি । 

   নব্য জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় ০৭ টি।

   উচ্চ বিদ্যাল্য়- ৬ টি ।

   মাদ্রাসা -৩টি ।

   স্বাস্থ্য উপকেন্দ্র-০২ টি, কমিউনিটি ক্লিনিক-০২ টি, হাটবাজার-০৩টি।

ঝ) দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান- জনাব মোঃ আব্দুস শুকুর সরদার ।

ঞ) মসজিদ সংখ্যাঃ ৫৮ টি মন্দির সংখ্যা ১২ টি। গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান- ২ টি ।

ট) ঐতিহাসিক স্থান- ২ টি ।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল- ২০০৮ খৃঃ ।

    ড) নব গঠিত পরিষদের বিবরণ-

   ১) শপথ গ্রহণের তারিখ-চেয়ারম্যানঃ ০২/০২/২০২২ খৃঃ মেম্বারঃ ০৩/০২/২০২২ খৃঃ

   ২) প্রথম সভার তারিখ-০৭/০২/২০২২ খৃঃ ।

   ৩) মেয়াদ উত্তীর্ণের তরিখ- ০৩/০২/২০২৭

   ঢ) গ্রাম সমুহের নাম-

১। হাটকালুপাড়া  ২। চকশিমলা    ৩। বড়শিমলা    ৪। হাটুরিয়া    ৫।  বরদাপাড়া   ৬।  দ্বীপচাঁদপুর

৭। পাহাড়পুর    ৮। কোঁচপাড়া    ৯। কচুয়া      ১০। বড়াইকুড়ি    ১১। উত্তরবিল     ১২। সন্ন্যাসবাড়ী

১৩। বান্দাইখাড়া   ১৪। নন্দনালী

ছ) ইউনিয়ন পরিষদের জনবল

   ১) নির্বাচিত পরিষদ সদস্য-১৩জন ।

   ২) ইউনিয়ন পরিষদ সচিব- ১জন ।

   ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ- ৯জন ।