Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হাটকালুপাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার

ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র বা ইউনিয়ন  ডিজিটাল সেন্টার কী?

 ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা জননেত্রী শেখ হাসিনার অন্যতম নির্বাচনী অঙ্গীকার। ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র বা ইউনিয়ন ডিজিটাল সেন্টার হলো একটি ''পাবলিক সার্ভিস ডেলিভারি চ্যানেল''। ইউডিসি-গুলো গ্রামীণ জনপদে তথ্য ও সেবা প্রাপ্তির ক্ষেত্রে নতুন যুগের সূচনা করেছে। জনগণের দোরগোড়ায় সেবা নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত ইউডিসি- গুলোতে কম্পিউটার ও ইন্টারনেটের মাধ্যমে কমসময়ে এবং সুলভে সরকারি, বেসরকারি ও বানিজ্যিক ভিত্তিতে বিভিন্ন তথ্য ও সেবা দেয়া হচ্ছে।

ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (বর্তমান নাম ইউনিয়ন ডিজিটাল সেন্টার) কে এবং কবে উদ্বোধন করেন?

গত ১১ নভেম্বর ২০১০ খ্রিঃ তারিখে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ইউএনডিপি এর প্রশাসক এমএস হেলেন ক্লার্ক এর সাথে যৌথভাবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বাংলাদেশের সকল (৪৫০১ টি)ইউনিয়ন পরিষদে স্থাপিত ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র (বর্তমান নাম ইউনিয়ন ডিজিটাল সেন্টার)একযোগে উদ্বোধন করেন।

হাটকালুপাড়া ইউআইএসসি (বর্তমানে ইউডিসি) কোথায় এবং কবে উদ্বোধন করা হয়?

আত্রাই উপজেলার পশ্চিমে আত্রাই নদীর দক্ষিণ তীরে হাটকালুপাড়া ইউনিয়ন অবস্থিত। এর প্রশাসনিক ভবন ঐতিহ্যবাহী বান্দাইখাড়া গ্রামে। ১৮৭৫ সালে বর্তমান নওগাঁ জেলা ছিল বান্দাইখাড়া থানাধীন একটি নদী বন্দর। বান্দাইখাড়া থানা এবং মান্দা থানা তখন রাজশাহী মহকুমার অন্তর্গত ছিল। ১৮৭৬ সালে বান্দাইখাড়া থেকে থানা নওগাঁয় স্থানান্তরিত করা হয়(দৈনিক জনকন্ঠ ১৩/১/২০০২ খৃঃ)। এখানে কালের স্বাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে বল্লাল সেনের (১১৬০-১১৭৮)শাসন আমলে নির্মিত সিদ্ধেশ্বরী মন্দির। ১৯৭১ এর স্মৃতি বহন করে চলেছে বান্দাইখাড়া বধ্যভূমি। তাই আজ হাটকালুপাড়া ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব ঐতিহ্য বজায় রেখেছে।

গত ২৭ সেপ্টেম্বর ২০১০ খ্রিঃ তারিখে পুরুষ উদ্যোক্তা মোঃ আসলাম হোসেন মৃধা ও নারী উদ্যোক্তা নাজমা খাতুন যোগদানের মাধ্যমে হাটকালুপাড়া ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়।